Site icon Jamuna Television

আবেদন খারিজ, পাবজি গেম দেশে নিষিদ্ধই থাকছে

পাবজি নিষিদ্ধের আদেশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে নিষিদ্ধই থাকবে পাবজি গেম। বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২৪ জুন সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ারসহ এ ধরনের সব ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। তবে তা বাতিল চেয়ে আবেদন করেছিল পাবজি কর্তৃপক্ষ।

এছাড়া, গতবছর অনলাইন গেমগুলোকে প্রতিদিন পর্যবেক্ষণ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। একইসঙ্গে এ সম্পর্কিত একটি গাইডলাইন কেন করা হবে না, তাও জানতে চাওয়া হয়।

/এমএন

Exit mobile version