Site icon Jamuna Television

চট্টগ্রামের পটিয়ায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

ফাইল ছবি।

আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রামের পটিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ৩ জন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে আমজুহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্যকে ঘিরে জঙ্গলখাইন ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত সবুজের লোকজনের সাথে ইউনিয়ন পরিষদ সদস্য ইয়ার মোহাম্মদ বাবরের সমর্থকদের বিরোধ চলছিল। এরই জের ধরে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় গোলাগুলিতে জমির, ইকবাল এবং সাইফুল নামে ৩ জন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থেলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এসজেড/

Exit mobile version