Site icon Jamuna Television

বিভিন্ন মেয়াদের সাজা শেষে বাংলাদেশে আটক ৫ ভারতীয় নাগরিক ফিরলো দেশে

মুক্তিপ্রাপ্ত ৫ ভারতীয় নাগরিক।

হিলি প্রতিনিধি:

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ৫ ভারতীয় নাগরিককে ৮ থেকে ২৬ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তাদের দেশ ভারতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে ভারতে পাঠানো হয়।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান, আটককৃত এসব ভারতীয় নাগরিকরা নওগাঁর পোরসা সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত অনুপ্রবেশের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

এসব কারাভোগ শেষে বুধবার তাদের ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। এদের মধ্যে একজন মাদকের মামলায় আটক হয়েছিল বলে জানান তিনি।

ফেরত পাঠানো ভারতীয় নাগরীকরা হলো- বর্ধমান জেলার নরেন হাসদার ছেলে সামিউল হাসদা, মুর্শিদাবাদের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি, মন্টু মুর্মু’র স্ত্রী শান্তনা মুর্মু, দক্ষিণ দিনাজপুর হিলি’র হোপনা হেমের ছেলে লিপলাল হেম এবং আসামের ডুবরী এলাকার শহিদুর রহমানের ছেলে নূর আমিন শেখ।

এসজেড/

Exit mobile version