Site icon Jamuna Television

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২

দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক।

সাতক্ষীরা প্রতিনিধি:

পাটকেলঘাটায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টায় পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার দহখোলা গ্রামের শেখ মোজাম্মেল হকের পুত্র শেখ মখফিরুল্লাহ (৫৫)। আহত অপরজন হলেন একজন নারী। তবে তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাসটি পাটকেলঘাটা আমিরুন্নেছা স্কুলের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশ দিয়ে যাওয়া একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। এসময় ইজিবাইকের ভেতরে থাকা এক নারী এবং ইজিবাইক চালক গুরুতর জখম হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেছে। তবে পুরো বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

এসজেড/

Exit mobile version