Site icon Jamuna Television

নেত্রকোণায় ৪৪ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী।

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণায় ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কোরবান আলী একাধিক মাদক মামলার আসামি বলেও জানা গেছে। তিনি গাজীপুর
জেলার জয়দেবপুরের ওয়াবদা গেইট এলাকার নবাব মিয়ার ছেলে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে শহরের পারলা ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় শাহজালাল বাস থেকে গ্রেফতার করা হয় কোরবান আলীকে। নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, গাঁজার চালানটি পাশ্ববর্তী জেলার সুনামগঞ্জ থেকে আনা হচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এসজেড/

Exit mobile version