Site icon Jamuna Television

অনুদান ও সংবর্ধনা পেলেন প্রথম বম এমএমএ ফাইটার জাসপার

জাসপারের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

বান্দরবান প্রতিনিধি:

মিক্সড মার্শাল আর্ট ফাইটিং এ বাংলাদেশ টিমের ব্যান্টমওয়েট শ্রেণিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলার বম সম্প্রদায়ের জাসপার লালখম সাংকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা পরিষদের হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে জাসপারকে ২ লক্ষ টাকার ক্রীড়া অনুদানের চেক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড় ও সাংবাদিকরা।

প্রসঙ্গত, জাসপার লালখম সাং দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের নিচে পুরাতন রুমানা পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বম সম্প্রদায়ের ছেলে। তিনি ২০১৯ সালের ডিসেম্বরে ভারতে মিক্সড মার্শাল আর্ট ফাইটিং শুরু করেন। পরে ২০২০ সালের মার্চে ২য় ম্যাচ খেলেন তিনি। দুই ম্যাচেই প্রথম রাউন্ডে নক আউট জয় লাভ করেন। চলতি বছরের ২১ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল চ্যাম্পিয়নশীপে খেলতে যাবেন জাসপার।

/এসএইচ

Exit mobile version