Site icon Jamuna Television

ভারতে ১৩ বছরের নাবালিকাকে ভুলিয়ে যৌন পেশায় নামিয়েছেন মায়ের বান্ধবী!

প্রতীকী ছবি

ভারতের অন্ধ্র প্রদেশে ১৩ বছরের এক নাবালিকাকে ভুলিয়ে যৌন পেশায় নিযুক্ত করেছেন তার মায়ের বান্ধবী। এ সময় অসংখ্যবার ধর্ষণের শিকার হয়েছেন ওই নাবালিকা। অবশেষে মঙ্গলবার (১৯ এপ্রিল) তাকে উদ্ধার করে অন্ধ্র পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ৮০ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, করোনার কারণে যখন ভুক্তভোগী নাবালিকার মা হাসপাতালে ভর্তি ছিলেন তখন ওই মহিলা হাসপাতালে উপস্থিত ছিলেন। সম্পর্কে তিনি নাবালিকার মায়ের বান্ধবী। ভুক্তভোগীর মা মারা গেলে ওই মহিলা তাকে নিয়ে সকলের অগোচরে হাসপাতাল ত্যাগ করেন ও সামান্য কিছু টাকার বিনিময়ে যৌন পেশায় নামিয়ে দেন।

আরও পড়ুন: ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় হবু বরকে ছুরিকাঘাত করলো পুস্পা

নিখোঁজের প্রায় দু’মাস পর ভুক্তভোগীর বাবার অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি শুরু করে পুলিশ। পরে খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত ওই মহিলার নাম সাবর্ণা কুমারী। যিনি বিগত ৮ মাসে নাবালিকাকে যৌনকর্মী হিসেবে ব্যবহার করেন।

জেডআই/

Exit mobile version