Site icon Jamuna Television

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন বয়কট করলো সাংবাদিকরা

ঢাকা কলেজ।

সাংবাদিকদের দেড় ঘণ্টারও বেশি সময় বসিয়ে রেখেও সংবাদ সম্মেলন করেনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় উপস্থিত সাংবাদিকরা বয়কট করেছে সংবাদ সম্মেলন।

এর আগে, বুধবার (২০ এপ্রিল) বিকেল নাগাদ গণমাধ্যমকে জানানো হয়, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় রাত ৮ টায় ঢাকা কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কিন্তু সাংবাদিকদের দেড় ঘণ্টারও বেশি সময় বসিয়ে রাখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবুও সংবাদ সম্মেলন শুরু করতে পারেনি তারা। এরপর রাত সাড়ে ৯তার দিকে উপস্থিত সাংবাদিকেরা সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করে এবং সংবাদ সম্মেলন বয়কট করার কথা জানায়।

প্রসঙ্গত, নিউমার্কেট এলাকায় সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতের পর ১৯ তারিখও দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণী বিতানের দোকানমালিক ও কর্মচারীদের মধ্যে দফায়-দফায় হয় সংঘর্ষ। আক্রান্ত হন সাংবাদিকরাও। সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন নাহিদ হোসেন নামের এক তরুণ।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: মামলা করবেন নাহিদের বাবা

এম ই/

Exit mobile version