Site icon Jamuna Television

বাড্ডায় ২ দোকানির কথা-কাটাকাটির জেরে খুন

ছবি: প্রতীকী

রাজধানীর বাড্ডায় কথা কাটাকাটির জেরে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পাশের মুদিদোকানির বিরুদ্ধে এ হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার বিকেলে দোকানের সামনে নির্মাণ সামগ্রী রাখা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল ইসলামকে চাকু দিয়ে আঘাত করে পাশের মুদি দোকান ভাই ভাই স্টোরের মালিক।

জানা যায়, উত্তর বাড্ডায় রহমতুল্লাহ গার্মেন্টসের বিপরীতে বরিশাল রাইস এজেন্সি নামে সাইফুলের একটি দোকান ছিল। পাশেই ভাই ভাই স্টোর নামের একটি মুদি দোকানের মালিক আগে নিহত সাইফুল ইসলামের সাথে ব্যবসার অংশীদার হতে চেয়েছিল। সাইফুল ইসলাম রাজি না হওয়ায় পরে নিজেরা আলাদা দোকান দেয়।

নিহতের স্বজনের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যবসার অংশীদার হতে না পারায় এবং দোকানের অবস্থান নিয়ে ক্ষোভ থাকায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version