Site icon Jamuna Television

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় ফেনসিডিল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মালিকবিহীন ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার খোসালপুর গ্রামের মাঠ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে তারা।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে জেলার মহেশপুর থানার খোসালপুর গ্রামের মাঠের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২০ বোতল ভারতীয় ফেনিসিডিল জব্দ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version