Site icon Jamuna Television

মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এই আহ্বান জানিয়েছেন। বলেছেন, সাথে অং সান সুচিকে স্বীকার করতে হবে এই মানুষগুলো তার দেশের; তাদের ফিরিয়ে নেবেন তিনি।

এরআগে, নিউইয়র্কে জাতিসংঘের সংস্কার বিষয়ক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হয় শেখ হাসিনার। কিছুক্ষণ কথা বলেন তারা।পরে রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাতকারে শেখ হাসিনা বলেন, ট্রাম্প তাকে জিজ্ঞেস করেছিলেন- বাংলাদেশ কেমন করছে? জবাবে প্রধানমন্ত্রী বলেন- বাংলাদেশ ভালো করছে, মিয়ানমার থেকে আসা শরনার্থীই শুধুই সমস্যা। তবে এ ব্যাপারে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। একই সাথে, শরণার্থী ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সহায়তা প্রত্যাশা করেন না বলে জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ যদি ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারে, তবে আরও ৫-৭ লাখ রোহিঙ্গাদের খাওয়াতে পারবে। এদিকে, সোমবারই রোহিঙ্গা ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আবারো বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version