Site icon Jamuna Television

ভারত সফরে মহাত্মা গান্ধীর লেখা বই উপহার পেলেন বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার দু’দিনের ভারত সফরকালে মহাত্মা গান্ধীর লেখা বই ‘গাইড টু লন্ডন’ উপহার পেয়েছেন। ভারতের আহমেদাবাদের সবরমতি আশ্রম পরিদর্শনকালে তিনি এ উপহার পান। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আশ্রম পরিদর্শনের সময় জনসনের সঙ্গে উপস্থিত ছিলেন। গাইড টু লন্ডন, মহাত্মা গান্ধীর লেখা প্রথম কয়েকটি বইয়ের একটি; যা কখনো প্রকাশিত হয়নি। খবর এনডিটিভির।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দুই দিনের ভারত সফরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়াতে জোর দেবেন। এছাড়া দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি ও প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোকপাত করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী জনসন বৃহস্পতিবার (২১ এপ্রিল) আহমেদাবাদ থেকে তার সফর শুরু করেছেন। সেখানে তিনি প্রধান প্রধান ব্যবসায়ী নেতাদের সাথে দেখা করবেন। যুক্তরাজ্য ও ভারতের সমৃদ্ধশালী বাণিজ্য নিয়ে আলোচনা করবেন।

প্রথমবারের মতো যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী গুজরাট পরিদর্শন করেছেন। এ সময় জনসন বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি ঘোষণাসহ যুক্তরাজ্য ও ভারতের বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি অংশীদারিত্বের ওপর দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এটিএম/

Exit mobile version