Site icon Jamuna Television

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত হয়। এরপর তিনি এ তথ্য জানান।

হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করে, সে বিষয়টি তিনি মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেছেন। র‍্যাবের কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।
এছাড়া, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে আহত সাংবাদিকদের যারা আক্রমণ করেছে, তাদের বিচার হবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, পিটার ডি হাস বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর উদযাপন হচ্ছে। এ সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা আছে। তবে কখনো কখনো ভুল তথ্য অস্থিরতা তৈরি করতে পারে।

/এমএন

Exit mobile version