Site icon Jamuna Television

ইলিয়াস আলী নিখোঁজের বিষয়ে নেত্র নিউজের সংবাদ পুরোপুরি ভিত্তিহীন: র‍্যাব

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দাবি করেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজের বিষয়ে নেত্র নিউজের সংবাদ পুরোপুরি ভিত্তিহীন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইলিয়াস আলী নিখোঁজের বিষয়ে কথা বলেন তিনি। এ সময় জানান, বিএনপির এই নেতার সন্ধানে এখনো কাজ করে যাচ্ছে র‍্যাব। এ বিষয়ে ইলিয়াস আলীর পরিবারকে সব ধরনের সহায়তাও দেয়া হচ্ছে। এর আগে, সুইডেনভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজে দাবি করা হয়, ইলিয়াস আলীকে তুলে নেয়ার সাথে র‍্যাব জড়িত।

/এমএন

Exit mobile version