Site icon Jamuna Television

জি২০ এর বৈঠকে রাশিয়া অংশ নেয়ায় বয়কট করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা

ওয়াশিংনটন ডিসিতে চলা জি২০ এর বৈঠক বয়কট করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বাণিজ্যমন্ত্রী এবং অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা। ছবি: এএফপি।

সমৃদ্ধ অর্থনৈতিক দেশগুলোর জোট জি২০ এর বৈঠকে রাশিয়া অংশ নেয়ায় তা বয়কট করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য। মূলত ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদেই ওয়াক আউট করে এই তিন দেশ। খবর আল জাজিরার।

বুধবার (২০ এপ্রিল) এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক। বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হওয়া এ বৈঠকে রাশিয়া কথা বলা শুরু করলে তা প্রত্যাখান করে দেশগুলো। তার দাবি, বর্তমানে বিশ্বে পণ্যের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের জন্য পুতিন সরকার দায়ী। তারা কখনো বৈশ্বিক অর্থনীতির উন্নয়নে কথা বলতে পারে না। এ সময় রাশিয়ার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানানো হয়।

/এমএন

Exit mobile version