Site icon Jamuna Television

পিরোজপুরে নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের আবাসন এলাকার খালের মোহনার চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, বিকালে পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে স্থানীয়রা বস্তাবন্দি একটি লাশ দেখে থানা পুলিশকে জানায়।

আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তাহেরী

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, গত ৪-৫ দিন আগে তাকে কোনো একটি স্থান থেকে হত্যা করে বস্তাবন্দি করে এনে নদীতে ফেলে দেয়া হয়েছে। নিহত ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

জেডআই/

Exit mobile version