Site icon Jamuna Television

সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন এনামুল বিজয়

এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়েছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৮৭৮ রান, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের এক মৌসুমের সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগের রেকর্ডটি ছিল সাইফ হাসানের। এই টপ অর্ডার ব্যাটারের ৮১৪ রানের রেকর্ড টপকে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এখন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়।

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে দারুণ ছন্দে আছেন এনামুল বিজয়। ধারাবাহিকভাবে রানে আছেন এই ব্যাটার। প্রাইম ব্যাংকের হয়ে চলতি মৌসুমে তিনি তুলে নিয়েছেন নিজের ষষ্ঠ অর্ধশতক। সেই সাথে দুইটি সেঞ্চুরি রয়েছে বিজয়ের ঝুলিতে।

আরও পড়ুন: উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার জো রুট

এম ই/

Exit mobile version