Site icon Jamuna Television

বিতর্কিত বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন অক্ষয়, চাইলেন ক্ষমা

বিতর্কিত সেই পানমশলার বিজ্ঞাপনের একটি দৃশ্যে অক্ষয় কুমার।

পান মশলার বিজ্ঞাপনে অংশ নেয়ায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অবশেষে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে ওই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন তিনি, চাইলেন ক্ষমাও।


ভক্তদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেছেন অক্ষয়।

সম্প্রতি এক পান মশলার বিজ্ঞাপন ক্যাম্পেইনের অংশ হয়েছিলেন বলিউডের খিলাড়িখ্যাত জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। শাহরুখ খান, অজয় দেবগণের মতো বলিউড সুপারস্টাররা আগে থেকেই সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু এ বিজ্ঞাপনী প্রচারের একটি অংশ জনসমক্ষে আসতেই অভিনেতার ওপর চটে যান নেটিজেনদের একটা বড় অংশ। সামাজিক মাধ্যমে ওঠে সমালোচনার ব্যাপক ঝড়।

এ নিয়ে বেশ কিছুদিন চুপ থাকলেও এবার অনুরাগীদের কথা রাখতে ও তাদের ভাবনাকে সম্মান জানিয়ে বিমল পান মশলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন অক্ষয় কুমার। নিজের টুইটার হ্যান্ডেলে ক্ষমা চেয়ে অক্ষয় কুমার লেখেন, আমি ক্ষমাপ্রার্থী। সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। তাদের গত কয়েক দিনের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন আগে কখনও করিনি আর না কখনও করব। তবুও আমার যুক্ত হওয়াটা আপনাদের আহত করেছে জেনে আমি দুঃখিত।

/এসএইচ





Exit mobile version