Site icon Jamuna Television

জনমত জরিপে এগিয়ে ইমান্যুয়েল ম্যাকরন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটাভুটির আগে জনমত জরিপে এগিয়ে আছেন ইমান্যুয়েল ম্যাকরন। ডয়চে ভেলের খবর অনুযায়ী বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক পরিসংখ্যান দেখিয়েছে এখনও ম্যাকরনের সমর্থনে ৫৬ শতাংশ ফরাসি।

অপিনিয়ন ওয়ে এবং কিয়া পার্টনার্স যৌথভাবে চালায় এ গবেষণা। বুধবার প্রায় ৩ ঘণ্টার টিভি বিতর্কের পরই জরিপটি চালানো হয়। অনেকেই জানান, ফ্রান্সের উন্নয়ন অব্যাহত রাখতে দ্বিতীয় মেয়াদে প্রয়োজন ম্যাকরনকে। তাছাড়া সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যেও এই মুহূর্তে কট্টর ডানপন্থীদের ক্ষমতায় চায় না ফরাসিরা।

তবে ভিন্ন এক জরিপে উঠে এসেছে, রান অফ বা দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট দিতে অনিচ্ছুক ৭২ শতাংশের মতো মানুষ। সত্যিই এমনটা হলে ১৯৬৯ সালের পর সর্বনিম্ন ভোটার উপস্থিতি দেখবে ফ্রান্স।

/এডব্লিউ

Exit mobile version