Site icon Jamuna Television

পুতিনকে কুমির বললেন বরিস

পুতিনকে ইউক্রেনখেকো কুমির আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গণমাধ্যমের সামনে দেয়া বক্তব্যে তিনি ক্ষোভ জানিয়েছে বলেন, রুশ প্রেসিডেন্ট এমন একটি কুমিরের মতো, যেটি প্রতিবেশী দেশ ইউক্রেনকে চিবিয়ে খাচ্ছে।

শান্তি আলোচনাকে ব্যর্থ উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, মস্কোর সাথে কিয়েভের শান্তি আলোচনার ভবিষ্যত অনিশ্চিত। কারণ পুতিন ইউক্রেনকে গিলে খেতে চান।

এসময় বরিস আরও বলেন, পুতিনের সাথে আলোচনার অর্থ কুমিরের মুখে পা দেয়া। তাই ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে প্রতিরোধ গড়ে তোলাই সবচেয়ে কার্যকর পন্থা বলেও মন্তব্য করেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version