Site icon Jamuna Television

স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে শুক্রবার (২২ এপ্রিল) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটযোগে সকাল সাড়ে আটটায় তিনি ঢাকা ছেড়েছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শীঘ্রই ঢাকায় ফিরবেন বলে আশা করছেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন: মেগাপ্রকল্প ও মেরামতের চাপে মহাসড়ক, বাড়ি ফেরা মানুষের ভোগান্তি

এম ই/

Exit mobile version