Site icon Jamuna Television

ফ্লাইটকে বক্সিং রিং ভেবেই কি সহযাত্রী পেটালেন টাইসন? (ভিডিও)

ছবি: সংগৃহীত

ফ্লাইটকে বক্সিং রিংই হয়তো ভেবে বসেছিলেন সাবেক হেভিওয়েট বক্সার মাইক টাইসন। তাকে উত্যক্ত করায় এক সহযাত্রী ও ভক্তকে পিটিয়েছেন আলোচিত ও সমালোচিত এই কিংবদন্তি বক্সার। সিবিএস স্পোর্টস জানায় এই খবর।

মাইক টাইসন। ছবি: সংগৃহীত

বুধবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লোরিডায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। সেখানে মাইক টাইসনের ঠিক পেছনের সিটেই বসেছিলেন এক যাত্রী, যিনি টাইসনকে অনবরত উত্যক্ত করে যাচ্ছিলেন। টাইসনের মনোযোগ কাড়তে পেছন থেকে দাঁড়িয়ে রীতিমতো বোতলও ছুঁড়েছিলেন তিনি।

ভিডিও দেখতে ক্লিক করুন

কিছুক্ষণ সহ্য করার পর ক্ষেপে যান টাইসন। পেশাদার ক্যারিয়ারে প্রতিপক্ষকে যেভাবে নাস্তানুবাদ করেছেন, সেভাবেই একের পর এক ঘুষি বসিয়ে দেন সেই ভক্তের দিকে। এই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে উড়োজাহাজ ফ্লোরিডায় পৌঁছালে রক্তাক্ত সেই যাত্রীকে চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন: রোহিত ও মুম্বাইয়ের লজ্জার রেকর্ড

এম ই/

Exit mobile version