Site icon Jamuna Television

ছুটির দিনে নিউমার্কেটে স্বাভাবিক হয়েছে কেনাকাটা

অনেকটাই স্বাভাবিক হয়েছে রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের শপিংমলের কেনাকাটা। শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকেই মার্কেটগুলোতে রয়েছে ক্রেতাদের বিপুল ভিড়।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরদিন মঙ্গলবারও দিনভর চলে এ সংঘর্ষ। ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের কারণে গত মঙ্গলবার, বুধবার নিউমার্কেট ও আশপাশের দোকান বন্ধ ছিল।

শুক্রবার নিউমার্কেটে আসা ক্রেতারা জানান, এখন শঙ্কার কিছু দেখছেন না তারা। এছাড়া, ঈদের জন্য কেনাকাটাও জরুরি। অনেকে গ্রামের বাড়িতে চলে যাবেন; তাই কেনাকাটা শেষ করতে চান তারা। অন্যদিকে, বিক্রেতারা জানিয়েছেন, অনাকাঙ্খিত ঘটনায় তাদেরই ক্ষতি হয়েছে বেশি। এখন বাকি দিনগুলোতে বেচাকেনায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন তারা।

/এমএন

Exit mobile version