Site icon Jamuna Television

কক্সবাজারের সাফারি পার্কে সিংহর কামড়ে সিংহীর মৃত্যু

মৃত সিংহী।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পুরুষ সিংহ সম্রাটের কামড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ পর্যন্ত মারা গেছে স্ত্রী সিংহ নদী। শুক্রবার (২২ এপ্রিল) সকালে পার্কের বেস্টনীতে সিংহী নদী মারা যায়।

এ ঘটনায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেছেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সঙ্গনিরোধকালে (সেক্সুয়াল মিট) পুরুষ সিংহ সম্রাট কামড় দেয় নদীকে। এতে নদীর গলায় বড়সড় ক্ষতের সৃষ্টি হয়। এরপর থেকেই সেই ক্ষতস্থান থেকে অনবরত পানি ঝরতে থাকে। এই অবস্থায় সিংহী নদীর চিকিৎসায় দু’টি মেডিকেল বোর্ড গঠনসহ বিশেষজ্ঞ একাধিক ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম জানান, পার্কের স্ত্রী সিংহ নদী শুক্রবার সকাল ৭টার দিকে মারা যায় বেস্টনীতে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে।

এসজেড/

Exit mobile version