Site icon Jamuna Television

ইচ্ছামতো আর ঋণ মওকুফ করতে পারবে না কোনো ব্যাংক, নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

ছবি: সংগৃহীত।

ব্যাংকগুলো এখন থেকে আর ঢালাওভাবে সুদ মওকুফ করতে পারবে না। সুদ মওকুফের আগে, যৌক্তিকতা নিরূপণ করতে হবে। তবে ইচ্ছাকৃত ঋণখেলাপি বা জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্ট ঋণের সুদ কোনো ক্রমেই মওকুফ করা যাবে না।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সুদ মওকুফের আগে ব্যাংকের আর্থিক ব্যবস্থায় চাপ পড়বে কিনা তা পর্যালোচনা করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে আগাম অনুমোদন নিতে হবে।

সার্কুলারে বলা হয়, কোনো ক্রমেই ব্যাংকের মূল ঋণ মওকুফ করা যাবে না। ১০ লাখ টাকা পর্যন্ত মূল ঋণের সুদ মওকুফের ক্ষমতা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর ন্যস্ত থাকবে। এর বেশি ঋণের সুদ মওকুফ করতে হলে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

এসজেড/

Exit mobile version