Site icon Jamuna Television

পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বেগুনের দামে আগুন, রোজা শেষেই কমবে দর

ছবি: সংগৃহীত।

রমজানের তারকা পণ্য বেগুন। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ১০০ টাকা ছুঁইছুই এই সবজির দাম। ব্যবসায়ীদের দাবি, রোজা চলে গেলে বেগুনের দাম আবার কমবে। এদিকে, বৈশাখী ঝড়ের প্রভাব পড়েছে সবজি বাজারে। নষ্ট হওয়ায় শাক-সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা।

২০ রমজানেও পিলে চমকে দিচ্ছে বেগুনের দাম। হাতিরপুল বাজারে এক কেজি কিনতে লাগবে ৮০ থেকে ৯০ টাকা। ৩০ টাকা দরে বিকোচ্ছে শসা। ৪০ থেকে ৫০ টাকায় মিলছে টমেটো আর ফুলকপি। তবে কয়েক দিনের বৃষ্টিতে বেড়ে গেছে কাঁচামরিচের দাম।

এক আঁটি পালং, লাল কিংবা পুঁই শাকে গুনতে হবে বাড়তি ১০ টাকা। প্রয়োজনের চেয়ে কম কেনা এখন নিম্ন ও মধ্যবিত্তের নিত্যদিনের অভ্যাস। বলছেন, খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশে বাড়তি দরে পণ্য কেনা দুঃখজনক।

এসজেড/

Exit mobile version