Site icon Jamuna Television

জনি ডেপের মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দিয়েছিলেন সাবেক স্ত্রী!

ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে হলিউড সুপারস্টার জনি ডেপের করা মানহানি মামলার দ্বিতীয় সপ্তাহ চলছে। আদালতে মুখোমুখি হয়ে জনি ডেপ অভিযোগ করেন, তার মুখে সিগারেটের আগুন ঠেসে ধরে ছ্যাকা দিয়েছিলেন অ্যাম্বার হার্ড। খবর বিবিসির।

ওয়াশিংটন পোস্টে একটি লেখায় অ্যাম্বার হার্ড দাবি করেন, তিনি পারিবারিক নির্যাতনের শিকার। এরপরই অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন জনি ডেপ। তবে অ্যাম্বার হার্ডও পাল্টা মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

জনি ডেপ বিচারকদের বলেন, অ্যাম্বার হার্ডের আপত্তিজনক আচরণ ছিল অনেক। তার দিকে টেলিভিশনের রিমোট ছুঁড়ে মারা দিয়েই শুরু হয় শারীরিকি নির্যাতন। ডেপের দিকে ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারার মতো ঘটনাও ঘটেছে। তার মুখে অ্যাম্বার হার্ড ঠেসে ধরেন জ্বলন্ত সিগারেট।

জনি ডেপ।

অন্যদিকে, ব্রিটিশ অভিনেতা পল বেটানিকে পাঠানো তার বন্ধু জনি ডেপের এসএমএসও দেখেছে আদালত। তাতে লেখা, চলো অ্যাম্বারকে পুড়িয়ে ফেলি!

বিচার প্রক্রিয়া আরও ছয় সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বাহুবালীর রেকর্ড ভেঙ্গে ৬৭৬ কোটি রুপির মেগাক্লাবে কেজিএফ টু

এম ই/

Exit mobile version