Site icon Jamuna Television

বিশ্বের আর্থিক সংস্থাসমূহের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রুশ আগ্রাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ ছাড়িয়েছে ৬ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। শুক্রবার (২২ এপ্রিল) এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। বলা হয়, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে অবকাঠামোমূলক খাতে। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে প্রতি মাসে তাই ৭০০ কোটি ডলার করে সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই অর্থের যোগান দেয়ার জন্য আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। বিশেষ করে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের কাছে চান সহায়তা।

আরও পড়ুন: তিন রুশ সেনাকে হত্যা করেছে কাদিরভের বাহিনী!

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, গোটা দেশে রাশিয়া যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ক্ষতি পুষিয়ে উঠতে হাজার হাজার কোটি ডলার নগদ অর্থ প্রয়োজন। এবং তা দ্রুতই লাগবে। একই সাথে আহ্বান থাকবে রাশিয়াকে আন্তর্জাতিক সব আর্থিক সংস্থা থেকে বের করে দেয়ার। তথ্যসূত্র: বিবিসি।

জেডআই/

Exit mobile version