Site icon Jamuna Television

শিক্ষায় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের কিছু বিষয় আমরা বুঝিই না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষায় বিশ্ব র‍্যাঙ্কিংয়ের কিছু বিষয় আমরা বুঝিই না। বুঝিনা এই অর্থে যে, বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো র‍্যাঙ্কিংয়ের জন্য অনেক রকমের ফ্যাক্টর কাজ করে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার মান উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক খারাপ, তা কিন্তু না। দেশের শিক্ষার মান ভাল তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। উদাহরণ হিসেবে বুয়েটের কথা বলা যায়, বুয়েট এক লাফে অনেক দূর এগিয়ে এসেছে। আমাদের বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন খুবই ভাল করছে। বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। 

পরে তিনি চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ১২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

/এসএইচ

Exit mobile version