Site icon Jamuna Television

ওয়াশিংটনে বন্দুক হামলায় শিশুসহ তিনজন আহত

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় আহত হয়েছে শিশুসহ তিনজন। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, শুক্রবারের (২২ এপ্রিল) এ হামলায় এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানেক্টিকাট অ্যাভিনিউ এলাকায় স্থানীয় সময় বিকেলের দিকে হয় হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, টানা এক মিনিটের মতো গুলি ছোড়ে বন্দুকধারী। পরে পালিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত হাজির হয় নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলে পুরো এলাকা। লকডাউন করে রাখা হয় ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আশপাশ। হামলাকারীর সন্ধানে বাড়ি বাড়ি চালানো হয় তল্লাশি। বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত জারি ছিল সতর্কতা। বাসিন্দাদের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে এফবিআই ও নিরাপত্তা বাহিনীর অন্যান্য ইউনিট।

/এডব্লিউ

Exit mobile version