Site icon Jamuna Television

বালিয়াকান্দিতে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে জান্নাতুল কুলসুম (২০) নামে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত কলেজছাত্রী উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের ক্বারী মোঃ আইয়ুব আনসারীর মেয়ে ও মুনছুর আলী ডিগ্রী কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী। শুক্রবার ভোর রাতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।

কলেজ ছাত্রীর বাবা মাদ্রাসা শিক্ষক মোঃ আইয়ুব আনসারী জানান, বৃহস্পতিবার রাতে হাসি-খুশি ভাবেই রাতের খাবার খেয়ে ছোট বোনকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আড়াই টার দিকে হঠাৎ করেই ছোট মেয়ে চিৎকার দিলে আমরা ঘুম থেকে জেগে উঠে গিয়ে তাকে গলায় ওরনা পেচানো অবস্থায় আড়ার সাথে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে ফেলি। নামানোর পরই দেখতে পাই সে মারা গেছে। তবে কি কারণে মারা গেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি।

বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Exit mobile version