Site icon Jamuna Television

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পেলে

টিউমারের নিয়মিত চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। কোলন টিউমারে আক্রান্ত ছিলেন এই ফুটবলার।

গত মঙ্গলবার (১৯ এপ্রিল) শারীরিক কিছু সমস্যা দেখা দেয়ায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা নিতে তিন দিন হাসপাতালে ছিলেন এ কিংবদন্তি। টিউমার ছাড়াও মূত্রনালীর সংক্রমণ ও হিপ সমস্যায় ভুগছেন পেলে।

ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করা পেলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।

/এডব্লিউ

Exit mobile version