Site icon Jamuna Television

‘সোলাইমানি হত্যার প্রতিশোধের সময় ও স্থান ইরানই ঠিক করবে’

ইসলামি রেভুল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি।

কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ ইরান অবশ্যই নেবে। কোনো আলোচনায় বা অন্য কোনো কিছুর বিনিময়ে প্রতিশোধ গ্রহণের সিদ্ধান্ত থেকে তেহরান সরে আসবে না। প্রতিশোধের সময় ও স্থান ইরানই ঠিক করবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি রেভুল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। খবর পারসটুডের।

শুক্রবার (২২ এপ্রিল) শিরাজে দেয়া এক বক্তব্যে এসব হুঁশিয়ারি উচ্চারণ করেন রিয়ার অ্যাডমিরাল তাংসিরি। তিনি বলেন, সোলাইমানি হত্যার প্রতিশোধ না নিতে বারবার ইরানকে বার্তা পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এর পরিবর্তে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় তারা। তাদের এ প্রস্তাব দিবাস্বপ্ন।

তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা প্রতিশোধ গ্রহণের নির্দেশ দিয়েছেন, সোলাইমানি হত্যার প্রতিশোধ আমরা নেবই। কোথায় এবং কখন প্রতিশোধ নেব সেটা আমরাই ঠিক করব।

রিয়ার অ্যাডমিরাল তাংসিরি আরও বলেন, জেনারেল সোলাইমানি হত্যায় যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখী করা হবে। তারা তাদের নোংরা কাজের জন্য পৃথিবীতেই শাস্তি পাবে ইনশা আল্লাহ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস।  তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশ ও তত্ত্বাবধানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। যেসব সেনা কমান্ডার সোলাইমানি হত্যার সাথে জড়িত তাদের নামও একাধিকবার প্রকাশ করেছে তেহরান।

/এসএইচ

Exit mobile version