ছবি: সংগৃহীত
আফগানিস্তানে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ও অনলাইনভিত্তিক গেম পাবজি নিষিদ্ধ করেছে তালেবান সরকার। বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে কার্যকর হয় এ নির্দেশনা। খবর বিবিসির।
এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়, সম্প্রতি টিকটক ব্যবহার ও অতিরিক্তি পাবজি খেলার মাধ্যমে বিপথে যাচ্ছে দেশটির যুবসমাজ। তরুণদের পথে ফেরাতে এ পদক্ষেপ- এমনটাই দাবি সরকারের।
গেল বছর ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পর গান, বাজনা, সিনেমাসহ বিনোদনমূলক নানা অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। ফলে টিকটক ও পাবজির দিকে ঝুঁকে পরে তরুণরা। এবার বিনোদনের এ পথও বন্ধ হল দেশটিতে।
আরও পড়ুন: ইউক্রেনে গোপনে গণভোট আয়োজন রাশিয়ার! জনগণকে যে আহ্বান জানালেন জেলেনস্কি
গত বছর ক্ষমতা গ্রহণের সময় তালেবানরা তাদের কঠোর আইন নরম করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তালেবান সরকার ক্রমবর্ধমানভাবে তাদের মতাদর্শের জোর প্রয়োগ ঘটাচ্ছে। বিশেষ করে নারীদের স্বাধীনতা খর্ব করেছে।
১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসে তালেবান সরাকার। ২০০১ সাল পর্যন্ত পাঁচ বছরের শাসনামলে ইসলামি কঠোর শাসনের জন্য আলোচিত হয় এই সরকার।
জেডআই/
Leave a reply