Site icon Jamuna Television

ইজিবাইকে চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি:

মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা গ্রামে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে আসাদুজ্জামান আসাদ (৩৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ সময় তার মা আলেয়া বেগম (৫৫) গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে বাটিকাডাঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে এ বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত আসাদ বাটিকাডাঙ্গা গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে।

নিহতের প্রতিবেশী কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আসাদ ইজিবাইক চালিয়ে শহর থেকে বাড়িতে ফিরে ইজিবাইকটি চার্জে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার মা আলেয়া বেগম বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আসাদের মৃত্যু হয়। তবে তার মা এখন শঙ্কামুক্ত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বাটিকাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

এটিএম/

Exit mobile version