ন্যু ক্যাম্প। ছবি: সংগৃহীত
সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়লো বার্সেলোনা নারী দল। উলভসবার্গের বিপক্ষে লিগের ম্যাচটি দেখতে ইউরোপের সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়াম বার্সার দুর্গ ন্যু ক্যাম্পে উপস্থিত হয়েছিল ৯১ হাজার ৬৪৮ জন দর্শক।
এর আগে, সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড এই বার্সেলোনা নারী দলই গড়েছিল। গত মার্চ মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতে লিগ ম্যাচে ৯১ হাজার ৫৫৩ জন দর্শক উপস্থিতি দেখেছিল বিশ্ব। কিন্তু এবারে সে রেকর্ডও ভেঙে ফেললো বার্সার নারীরা।

এই নিয়ে মোট তিনটি প্রতিযোগীতামূলক ম্যাচ খেলেছে বার্সা নারী দল। সেখানে প্রথম ম্যাচটি হয়েছিল ক্লোজড ডোরে। এরপর টানা দুই ম্যাচেই দর্শকদের রেকর্ড গড়লো দলটি। সাধারণত নারী দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ৬ হাজার সিটের স্টাডিও ইয়োহান ক্রুইফে। কিন্তু টিকিটের চাহিদা বাড়ার কারণে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচগুলো ন্যু ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: মাঠ থেকে চলে আসার নির্দেশ; মোস্তাফিজের টিমের ৩ জনকে শাস্তি
এম ই/
Leave a reply