Site icon Jamuna Television

বিতর্কের শিকার ছোট্ট তৈমুর, ‘অসভ্য বাচ্চা’ ধিক্কার সোশ্যাল মিডিয়ায়

তৈমুর আলি খান। ছবি: সংগৃহীত।

জন্মের পর থেকেই লাইমলাইটে কারিনা কাপুর ও সাইফ আলি খানের বড় ছেলে তৈমুর। তৈমুর বাড়ির বাইরে বের হলেই তাকে ছেঁকে ধরে পাপারাজ্জির দল। তৈমুরের মিষ্টি চেহারায় মন ভোলে ভক্তদেরও। তবে ৫ বছর বয়সী এই শিশুটিকে ঘিরে নানা সময় মাত্রাতিরিক্ত আলোচনার কারণে একাধিকবার বিরক্তি প্রকাশ করেছে কারিনা-সাইফ। তবে তাতে কোনো কাজ হয়নি। এরই জেরে আরও একবার ইন্টারনেট ব্যবহারকারীদের নিন্দার ও ট্রোলের শিকার ছোট তৈমুর।

শনিবার (২৩ এপ্রিল) তৈমুরকে নিয়ে বাসভবনের বাইরে পা রেখেছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। সেখানে গেটের বাইরে থেকেই তাদের ছেঁকে ধরে পাপারাজ্জিরা। শুরু হয় ক্যামেরা আর লাইটের ফ্ল্যাশ। ঠিক সেই সময় চরম বিরক্ত হয়ে ওঠে তৈমুর। বাড়ির বাইরে অবস্থানরত পাপারাজ্জিদের চেঁচিয়ে বলে ওঠে, “বন্ধ করো এ সব, বন্ধ করো!” ছোট্ট তৈমুরের সেই রোষের মুখে হকচকিয়ে যান চিত্রগ্রাহকরা। হাত মুখ নেড়ে অঙ্গভঙ্গি করতে থাকা ছেলেকে পরে কারিনা সরিয়ে নিয়ে যান।

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিও দেখেই ক্ষেপে ওঠেন ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশ। কেউ বলেন ‘অসভ্য বাচ্চা!’ বেশ কয়েকজন বলছেন ‘একটা বেয়াদপ বাচ্চা তৈরি হচ্ছে তৈমুর।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এই একই ভিডিওতে আবার কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরকেও দেখা যায়। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতরে সে তখন তার খেলনা গাড়ি চালানোয় ব্যস্ত। হাসিখুশি, খেলায় মশগুল। ২০১৬ সালে তৈমুরের জন্মের পর দ্বিতীয় সন্তান কোলে এসেছিল সইফ-করিনার। ২০২১-এ জন্ম নিয়েছিল তাদের আদরের জাহাঙ্গীর। যদিও তৈমুরই রোজ স্পটলাইট কেড়ে নিচ্ছে।

এসজেড/

Exit mobile version