Site icon Jamuna Television

করোতোয়া থেকে তোলা হলো একাত্তরের ট্যাংক

শেষ পর্যন্ত ওঠানো হলো রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়ানের করোতোয়া নদীতে ১৯৭১ সালে ডিসেম্বরের ৮ তারিখে আটকে পড়া মিত্র বাহিনীর টাংকের অংশ বিশেষ।

১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি হানাদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেয় ভারতীয় বাহিনী। স্থানীয়দের দাবি, সেই মিত্র বাহিনীর বেশ কিছু সাঁজোয়া যান ৮ ডিসেম্বর এই এলাকা দিয়ে করোতোয়া নদী পার হয়।

এসময় একটি ট্যাংকের চেইন ছিঁড়ে গেলে তা নদীর বালুতে ডেবে যায়। ট্যাংকটি উদ্ধারে বেশ কয়েকদিন চেষ্টাও করে ভারতীয় সেনা। ১৬ ডিসেম্বর পাকিস্থানি সেনাদের আতসমর্পনের পর তারা ট্যাংকটি ফেলে রেখেই চলে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে ট্যাংকটির বেশকিছু অংশ চুরিও হয়ে গেছে। নদীতে পানি কমে যাওয়ায়, গত সপ্তাহে টাংকের কিছু অংশ দৃশ্যমান হওয়ার খবর গনমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। অবশেষে তা নদী থেকে তুলে আনা হলো

Exit mobile version