Site icon Jamuna Television

‘অশুভ আত্মার’ ভয়ে গ্রামজুড়ে লকডাউন জারি!

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস নয়, ‘অশুভ আত্মাদের’ ভয়ে গোটা গ্রামে নিজেরাই লকডাউন জারি করেছেন বাসিন্দারা! শুধু তাই নয়, সেই ‘অশুভ আত্মাদের’ হাত থেকে বাঁচতে পূজা-যজ্ঞও চলছে ধুমধাম করে। সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সারুবুজ্জিলি গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, গত ১৭ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে এই লকডাউন। শুধু তাই নয়, গ্রামবাসীদের প্রত্যেককে সতর্ক করা হয়েছে তারা যেন কোনোভাবেই গ্রাম ছেড়ে না বের হন। কেউ যদি গ্রামের বাইরে যাওয়ার চেষ্টা করে, তাহলে তার প্রাণহানি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গত কয়েক দিন ধরে নিজেদের ঘরবন্দি করে রেখেছিলেন গ্রামবাসীরা।

শ্রীকাকুলামের পুলিশ সুপার জিআর রাধিকা জানান, গ্রামবাসীদের বুঝিয়ে লকডাউন তোলা হয়েছে। একই সঙ্গে সতর্কও করা হয়েছে নিজেদের মতো করে এ রকম পদক্ষেপ যেন না নেয়া হয়।

পুলিশ সুপার বলেন, গত কয়েক দিন ধরে গ্রামবাসীরা নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। পূজা করছেন। যতক্ষণ না এই পূজাসম্পন্ন হবে, ততক্ষণ পর্যন্ত গ্রামের বাইরে কেউ যেন না যান, এমনও সতর্কবার্তা দেয়া হয়েছে গ্রামবাসীদের। ফলে কেউ সাহস করে আর বের হচ্ছিলেন না।

শ্রীনু নামে এক গ্রামবাসীর দাবি, গত তিন মাসে হঠাৎ পাঁচ গ্রামবাসী পর পর মারা যান। তাদের মধ্যে পঞ্চায়েত প্রধানও রয়েছেন। কেন হঠাৎ করে এত জনের মৃত্যু হলো, তা নিয়ে গ্রামবাসীরা এক গুণিনের দ্বারস্থ হন। তখন তিনি বলেন, গ্রামে ‘অশুভ আত্মা’র আবির্ভাব হয়েছে। কেউ সুরক্ষিত নন। তারপর থেকেই নিজেদের ঘরবন্দি করা শুরু করেন গ্রামবাসীরা।

ইউএইচ/

Exit mobile version