Site icon Jamuna Television

ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু

ঢাকায় শুরু হয়েছে দু’দিনব্যাপী ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনটি শুরু হয়।

কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে আগামী এক বছরের জন্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। দুই দিনের সম্মেলনে ৫শ’র বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন, যাদের মধ্যে বিভিন্ন দেশের ৪০ জনের বেশি মন্ত্রী ও সহকারী মন্ত্রী উপস্থিত আছেন। সম্মেলনে ফিলিস্তিন সংকটের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুও বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version