Site icon Jamuna Television

দুই মাস ধরে আলো দেখেনি মারিওপোলের বাঙ্কারে আশ্রিত মানুষগুলো

রুশ বাহিনী মারিওপোল দখলে নেয়ার পর বিশ্বব্যাপী আলোচনায় এসেছে অঞ্চলটির একটি ইস্পাত কারখানা। যুদ্ধের শুরু থেকেই যেখানে আশ্রয় নিয়েছে অর্ধশত বেসামরিক নাগরিক। প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ অবস্থায় কাটছে তাদের দিন। ইস্পাত কারখানা কমপ্লেক্সটিতে সাধারণ মানুষের পাশাপাশি আশ্রয় নিয়েছে ইউক্রেন সেনাবাহিনীরও প্রায় ২ হাজার সদস্য। বাঙ্কারে আশ্রয় নেয়া সাধারণ মানুষ দিন কাটাচ্ছে যেকোনো সময় রুশ হামলার আতঙ্ক নিয়ে।

প্রায় দুই মাস ধরে সুর্যের আলো চোখে পড়েনি বাঙ্কারে থাকা শিশুগুলোর। তাদের অতিষ্ঠ-একঘেয়ে জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে সামরিক বাহিনীর সদস্যরা আসার পর তাদের কাছ থেকে কিছু উপহার পেয়ে। মারিওপোলে রুশ আগ্রাসন শুরুর পর অ্যাজস্টাল ইস্পাত কম্প্লেক্সের এই বাঙ্কারে আশ্রয় নেয় কয়েকটি পরিবারের অর্ধশত সদস্য। তারপর থেকে এখানেই অবস্থান তাদের।

রুশ বাহিনী মারিওপোল দখলে নেয়ার পর এই ইস্পাত কারখানা এলাকায় আশ্রয় নেয় ইউক্রেন সামরিক বাহিনীর বহু সদস্য। যদিও সেখানে কোনো ধরনের অভিযান চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবুও যেকোনো সময় প্রাণহানির শঙ্কা বাঙ্কারে আশ্রয় নেয়াদের। বাঙ্কারের জীবন থেকে দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছেন অবরুদ্ধরা।

/এডব্লিউ

Exit mobile version