Site icon Jamuna Television

চট্টগ্রামে আজও সার্ভার জটিলতায় টিকিট প্রত্যাশীদের বাড়তি ভোগান্তি

ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও চট্টগ্রামে সার্ভার জটিলতা দেখা দিয়েছে। এতে গতকালের মতো আজও টিকিট কাটতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ রোববার (২৪ এপ্রিল) দেয়া হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। গতকালের চেয়ে টিকিট প্রত্যাশীদের ভিড় কিছুটা বেড়েছে চট্টগ্রামে। জাতীয় পরিচয়পত্র দেখে টিকিট দেয়ার কারণে কাউন্টারগুলোতে বেশি সময় লাগছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তারা হাঁসিমুখে স্টেশন ছাড়ছেন। দ্বিতীয় দিনে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটের ১০টি আন্তনগর ট্রেনের সাড়ে ৬ হাজার টিকিট ছাড়া হয়েছে। এরমধ্যে কাউন্টারে দেয়া হচ্ছে অর্ধেক আর বাকিটা অনলাইনে।

/এডব্লিউ

Exit mobile version