Site icon Jamuna Television

পঞ্চগড়ে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগী, একই অবস্থা ফরিদপুরেও

অত্যাধিক গরমে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তে সংখ্যা। যার মধ্যে বেশিরভাগই শিশু। চিকিৎসক সংকট থাকায় ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। একই পরিস্থিতি ফরিদপুরেও। ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় অনেকেই ঠাঁই নিয়েছেন মেঝেতে। ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি এবং স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

পঞ্চগড় সদর হাসপাতালে গিয়ে দেখা যায় ওয়ার্ডের বেডে জায়গা না থাকায় মেঝেতেই ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটিতে শিশু রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। অথচ পুরো জেলায় মাত্র একজন শিশু বিশেষজ্ঞ। রোগীদের অভিযোগ, সময়মতো পাওয়া যায় না চিকিৎসক। বিনামূল্যের খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধও ঠিকমতো পাচ্ছেন না বলে অভিযোগ স্বজনদের।

রোগীদের ভোগান্তির কথা স্বীকার করলেন চিকিৎসক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ড. মনোয়ারুল ইসলাম। তবে সাধ্যমত সেবা দেয়ার চেষ্টার কথা জানালেন তিনি।

একই অবস্থা ফরিদপুর জেনারেল হাসপাতালে। ডায়রিয়ার প্রকোপ বাড়ায় প্রতিদিনই হাসপাতালে ছুটছেন রোগীরা। বেড সংখ্যা কম হওয়ায়, মেঝে কিংবা বারান্দায় জায়গা হয়েছে অনেকের। ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. গনেশ কুমার আগরওয়ালা বলছেন, একসঙ্গে এতো রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রতিদিন গড়ে ১০০ রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। যা অন্যান্য বারের তুলনায় কয়েকগুণ বেশি।

/এডব্লিউ

Exit mobile version