Site icon Jamuna Television

নতুন আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া

আগামী সেপ্টেম্বর মাস নাগাদ রাশিয়া নতুন আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সরমত’ স্থাপন করতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতেও সক্ষম। খবর আলজাজিরার। সরমত ক্ষেপণাস্ত্রটি দশ বা ততোধিক পারমাণবিক ওয়ারহেড এবং ডেকো বহন করতে সক্ষম এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কয়েক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম বলে জানা গেছে।

পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ান স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিনের লক্ষ্য উচ্চাভিলাষী, কারণ এই সপ্তাহের শুরুতে রাশিয়া তার ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা জানিয়েছে। তবে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার আগে আরও বেশ কিছু পরীক্ষা প্রয়োজন হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি রোগজিন বলেন, ক্ষেপণাস্ত্রটি চালু করা একটি ঐতিহাসিক ঘটনা, যা আগামী ৩০-৪০ বছরের জন্য রাশিয়ার প্রজন্মকে নিরাপত্তা নিশ্চিত করবে।

এর আগে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার পারমাণবিক ঝুঁকির ভেতর রয়েছে।

এটিএম/

Exit mobile version