Site icon Jamuna Television

ইলেকট্রিক বাইকের ব্যাটারি বিস্ফোরণে প্রাণ গেলো মালিকের, দগ্ধ স্ত্রী-সন্তান

ছবি: সংগৃহীত

শখ করে ব্যাটারিচালিত স্কুটার কিনে নিয়ে এসেছিলেন শিবকুমার। কিন্তু সেই স্কুটারই প্রাণ কেড়ে নিলো তার। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও দুই সন্তান। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, শুক্রবার স্কুটারটি কিনে নিয়ে আসেন শিবকুমার (৪০)। রাত ১০টার দিকে স্কুটারটি চার্জে বসিয়ে সন্তানদের নিয়ে ঘুমাতে চলে যান স্ত্রী। শোবার ঘরেই স্কুটারটি দাঁড় করানো ছিল। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে হঠাৎই বিস্ফোরণ হয় স্কুটারটি।

বিস্ফোরণে ঘরের চারদিকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। সাথে বিষাক্ত ধোঁয়া। আগুনে ঝলসে এবং দমবন্ধ হয়ে মৃত্যু হয় শিবকুমারের। তার স্ত্রী এবং দুই সন্তানও আগুনে ঝলসে যান।

পুলিশ জানিয়েছে, তিন জনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে। বিষাক্ত ধোঁয়া শরীরে ঢোকায় তাদের অবস্থা সংকটজনক।

ইউএইচ/

Exit mobile version