Site icon Jamuna Television

নিজের দুই শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

মৃত দুই শিশুর বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে ঘ‌রের ভেতরে আপন দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন মা সাহিদা বেগম। পরে ঘূর্ণায়মান সিলিংফ্যানে আত্মহত্যা করার জন্য চেষ্টা করেন নিজে।

নিহত শিশুরা হলো সা‌জিম (৬) ও তার ছোটভাই সা‌নি (৪ মাস)। তারা ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের এক নম্বর পূর্নবাস‌ন এলাকার ইউসুফের ছে‌লে। আজ রোববার (২৪ এ‌প্রিল) দুপু‌রে জানা যায় বিষয়টি। পরে উপ‌জেলার পূর্নবাসন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ব‌লেন, পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন ধরেই দুই ছেলেকে হত্যা করতে চাইতো ছেলে দুটির মা সাহিদা বেগম।

পুলিশ সুপার আরও জানান, আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন যে তিনি ছেলে দুটিকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে চলন্ত ফ্যানের সাথে সুইসাইড করতে যান। কিন্তু ফ্যানের পাখা ভেঙে নিচে পরে অজ্ঞান হয়ে যান তিনি। তাকে কেউ এই হত্যার জন্য ইন্ধন দিয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

জেডআই/

Exit mobile version