Site icon Jamuna Television

ফরিদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে র‌্যাবের বিশেষ অভিযানে দুই বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার সদরপুর উপজেলার শৈলডুবী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ৮ এর সদস্যরা।

আটক সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ(৩৮)। সে সদরপুর উপজেলার শৈালডুবী গ্রামের মো. ইউনুস মাতুব্বরের ছেলে।

র‌্যাব ৮ ফরিদপুরের কোম্পানী অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। তিনি জানান, জাহিদ সদরপুর থানার জিআর ৭৯/০৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি।

২০০৮ সালে স্থানীয় পল্লী চিকিৎসক সুনীলকে শৌলডুবী এলাকায় ধারালো ছুরি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে। ওই ঘটনায় মামলা হলে আদালতে জাহিদ দোষী সাব্যস্থ হয়। আদালত জাহিদকে ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

পলাতক থাকা আসামিদের ওয়ারেন্ট পেয়ে গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে জাহিদকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Exit mobile version