Site icon Jamuna Television

ইনজুরিতে মুশফিক, মিরাজ হাসপাতালে

ছবি: সংগৃহীত

বিকেএসপিতে সুপার লিগের ম্যাচে ইনজুরিতে পড়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান মুশফিক। ব্যথায় কাতর মিস্টার ডিপেন্ডেবল মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুড়িয়ে। আর ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান মেহেদী মিরাজ। ডান হাতের তর্জনি স্থানচ্যুত হয়ে যাওয়ায় মাঠ ছাড়েন তিনি। মিরাজকে যেতে হয় হাসপাতালে।

এদিকে, বড় কোনো চমক ছাড়াই ঘোষণা করা হলো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল। সেখানে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ রাহি ও সাদমান ইসলাম।

ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন সাকিব আল হাসান ও রেজাউর রহমান রাজা। আর ফিটনেস ঠিক থাকা সাপেক্ষে আছেন শরিফুল ইসলাম। তবে দলে নেয়া হয়নি পেসার মোস্তাফিজুর রহমানকে। আলোচনা হলেও আপাতত আইপিএলেই থাকছেন মোস্তাফিজ। তবে টেস্টের এক সময়ের অটোমেটিক চয়েস পেসার রাহি বাদ পড়েছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ডাক পাওয়া রেজাউর রহমান ফিরেছেন দলে। যদিও শেষ মুহূর্তে মিরাজ- মুশফিকের ইনজুরি চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের কপালে।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজে ১৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের, ফিরেছেন সাকিব

এম ই/

Exit mobile version