Site icon Jamuna Television

চীনা পর্যটকদের জন্য ভিসা স্থগিত করেছে ভারত

চীনের নাগরিকদের জন্য পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের ফেরার অনুমতি না দেয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার ভারতীয় শিক্ষার্থী পড়াশুনা করেন; যারা করোনার কারণে দেমে ফিরে এসেছেন। তবে অনুমতি না মেলায় তারা চীনে ফিরতে পারছেন না।

গত ২০ এপ্রিল আন্তর্জাতিক বিমান সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশনের (আইএটিএ) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের নাগরিকদের জন্য ভারতের ইস্যু করা পর্যটন ভিসা আর বৈধ নয়।

উল্লেখ্য, থাইল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের ফেরার অনুমতি দিলেও চীন ভারতীয় শিক্ষার্থীদের অস্বীকৃতি জানিয়েছে।

/এমএন

Exit mobile version