Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাসবভনের সামনে হাজার হাজার শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। রোববার (২৪ এপ্রিল) মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে বিক্ষোভকারীরা যাতে যেতে না পারেন, সেজন্য এদিন রাজধানী কলম্বোর বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ। তবে পুলিশের ব্যারিকেড পেরিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যান বিক্ষোভরত শিক্ষার্থীরা।

মাহিন্দা রাজাপাকসে ওই সময় বাসভবনে ছিলেন না বলে জানা গেছে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে গেছেন। মাহিন্দার ছোট ভাই ও দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের অফিসের বাইরে প্রায় গত দুই সপ্তাহ ধরে হাজার হাজার বিক্ষোভকারী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।

/এমএন

Exit mobile version